( জাগো নিউজ.কম)
এশিয়ান ক্রিকেটের শীর্ষ চার দল ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা, গতছর টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তান ও বাছাইপর্ব পেরিয়ে আসা হংকংয়ের অংশগ্রহণে শনিবার থেকে শুরু হবে ছয় দলের এশিয়া কাপ ক্রিকেট। এশিয়ান শ্রেষ্ঠত্বের এ টুর্নামেন্টকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে দলগুলো।
১৫ সেপ্টেম্বর শুরু হয়ে এশিয়া কাপের পর্দা নামবে ২৮ সেপ্টেম্বর। ১২ ম্যাচের লড়াই শেষে নির্ধারণ হবে শিরোপাজয়ী দল। প্রায় দুই সপ্তাহব্যাপী এ লড়াইয়ের জন্য সব দলই নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। এক নজরে দেখে নেয়া যাক এশিয়া কাপের ছয় দলের স্কোয়াড।
বাংলাদেশ
মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন কুমার দাস, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহীম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান এবং আবু হায়দার রনি।
আফগানিস্তান
আজগর আফগান, মোহাম্মদ শাহজাদ, এহসানউল্লাহ জান্নাত, জাভেদ আহমাদি, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদী, মোহাম্মদ নাবী, গুলবদিন নাইব, রশিদ খান, নাজিবউল্লাহ জাদরান, মুজিব উর রহমান, আফতাব আলম, সামিউল্লাহ শেনওয়ারি, মুনির আহমাদ, সায়েদ শিরজাদ, শারাফউদ্দিন আশরাফ ও ইয়ামিন আহমেদজাই।
ভারত
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, আম্বাতি রাইডু, মনিশ পান্ডে, কেদার যাদভ, এমএস ধোনি, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, কুলদ্বীপ যাদভ, ইয়ুজভেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জাসপ্রতি বুমরাহ, শার্দুল ঠাকুর ও খলিল আহমেদ।
শ্রীলঙ্কা
অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, উপুল থারাঙ্গা, শেহান জয়াসুরিয়া, থিসারা পেরেরা, দাশুন শানাকা, ধনঞ্জয় ডি সিলভা, আকিলা ধনঞ্জয়, দিলরুয়ান পেরেরা, আমিলা আপোনসো, কাসুন রাজিথা, সুরাঙ্গা লাকমল, দুশমন্থ চামিরা, লাসিথ মালিঙ্গা ও নিরোশান ডিকভেলা।
হংকং
আংশুমান রাথ, আইজাজ খান, বাবর হায়াৎ, ক্যামেরুন ম্যাকেলসান, ক্রিস্টোফার কার্টার, এহসান খান, এহসান নওয়াজ, আরশাদ মোহাম্মদ, কিনচিত শাহ, নাদিম আহমেদ, নিজাকাত খান, রাগ কাপুর, স্কট ম্যাককেনি, তানভীর আহমেদ, তাম্ভীর আফজাল, ওয়াকাস খান ও আফতাব হুসেইন।
পাকিস্তান
ফাখর জামান, ইমাম উল হক, বাবর আজম, শান মাকসুদ, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, হারিস সোহেল, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলি, জুনায়েদ খান, উসমান খান, শাহিন আফ্রিদি, আসিফ আলি ও মোহাম্মদ আমির।
সূত্র: জাগো নিউজ
Leave a Reply