1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের কমিটি ঘোষণা কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্রদের পাল্টা কমিটি গঠন কুমিল্লা নগরীতে শ্যালিকার বসতজমি দখলের অভিযোগ! সিসিএন বিশ্ববিদ্যালয়ের সেমিনারে রিসোর্স পার্সন পিএসসির সচিব ড. সানোয়ার জাহান ভূইয়া ফের ভর্তি পরীক্ষা চালু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডায়াবেটিস দিবসে কুমিল্লা মেডিকেলে পদযাত্রা ও বৈজ্ঞানিক সেমিনার কুমিল্লায় আন্তর্জাতিক ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস পালন স্ত্রীসহ সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত ১২ রানে শেষের ৭ উইকেট হারিয়ে লজ্জাজনক হার বাংলাদেশের

বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ কুমিল্লার তিন মুখ; মূল দলে মেহেদী; কোচ জাকি ও ডিকেন্স

  • প্রকাশ কালঃ শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৭৮

(মজুমদার মুকুল, কুমিল্লা)
বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ মূল দলে জায়গা করে নিয়েছে নবগঠিত কুমিল্লা লালমাই উপজেলার শিবপুর গ্রামের কৃতি সন্তান মেহেদী হাসান।
শফিকুর রহমানের পাঁচ ছেলের মধ্যে মেহেদী সবার ছোট। ছোট বেলায় মা রাহেলা বেগমকে হারিয়ে বাবা ভাইদের কাছে বেড়ে উঠে।ছোট বেলা থেকে খেলাধূলায় আগ্রহ মেহেদীর টেপ টেনিস থেকে লালমাই উপজেলায় মাননীয় পরিকল্পনা মন্ত্রী লোটাস কামালের অর্থায়নে গড়ে উঠা কুমিল্লা ভিক্টোরিয়ান্স টেলেন্ট হান্ট ক্রিকেট একাডেমি লালমাই এর কোচ মোঃ আতিকুর রহমানের হাত ধরে ক্রিকেটের প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রথমে কুমিল্লা জিলা স্কুলের পক্ষে স্কুল ক্রিকেট,পরে জেলা অনূর্ধ্ব ১৬ দলে,এরপর বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দলের হয়ে ভারত সফর।২০১৮ সালে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ মূল দলে জায়গা করে নেয় মেহেদী।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফয়সল হোসেন ডিকেন্স।

দীর্ঘ দিন পরে মেহেদীর সাফল্যে ছাড়াও কুমিল্লাকে আরো সন্মানিত করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের বোলিং ও ফিল্ডিং কোচের দায়িত্বে আছেন মোঃ মাহাবুব আলী জাকি ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফয়সল হোসেন ডিকেন্স।
এশিয়া কাপ ক্রিকেট অনূর্ধ্ব-১৯ শুরু হবে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে। যুব এশিয়া কাপের এবারের আসর বসতে যাচ্ছে বাংলাদেশে। উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)ঘোষণা করেছে ১৫ সদস্যের মূল দল।স্বাগতিক বাংলাদেশ দলের অধিনায়ক করা হয়েছে তৌহিদ হৃদয়কে। হৃদয়য়ের সহ অধিনায়ক হিসেবে আছেন শামিম হোসেন।
এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে স্বাগতিক বাংলাদেশসহ অংশ নেবে মোট ৮টি দেশ।
চার দল করে দুই গ্রুপে ভাগ করা হয়েছে আট দলকে। ‘এ’ গ্রুপে আছে ভারত, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।
‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও হংকং।

মোঃ মাহাবুব আলী জাকি

চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ‘এ’ গ্রুপের সবগুলো ম্যাচ। ঢাকায় বিকেএসপিতে অনুষ্ঠিত হবে ‘বি’ গ্রুপের ম্যাচগুলো। গ্রুপ পর্বের ম্যাচ শেষে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফিরবে হোম অব ক্রিকেটে। দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:
তৌহিদ হৃদয় (অধিনায়ক), শামিম হোসেন (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিশাদ হোসেন, তানজিদ হাসান তানিম, সাজিদ হোসেন সিয়াম, প্রান্তিক নওরোজ নাবিল, অমিত হাসান, আকবর আলি, শাহাদাত হোসেন, রাকিবুল হাসান, মিনহাজুর রহমান, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী ও অভিষেক দাস।

মেহেদী হাসান

অতিরিক্ত খেলোয়াড়: মাহমুদুল হাসান, প্রীতম কুমার, তানজিম হাসান সাকিব ও আসাদুল্লাহ হিল গালিব।
মেহেদী,জাকি,ডিকেন্স কে কুমিল্লা জেলা ক্রিড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন তাদের সাফল্য কামনা করেন।ক্রিকেট কে এগিয়ে নিতে জেলা ক্রিড়া সংস্থা সব সময় পাশে থাকবে।তিনি আরো বলেন জাতীয় দলে এনামুল হক মনি আর ফয়সল হোসেন ডিকেন্স ছাড়া কুমিল্লার আর কোন খেলোয়াড় জায়গা করে নিতে পারেনি আমরা বিশ্বাস আগামীতে মেহেদী তার যোগ্যতার প্রমান দিয়ে জাতীয় দলে জায়গা করে নিবে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews