দেবিদ্বার প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের ৪ দিন পর গোমতী নদী থেকে গৃহবধূ আকলিমা বেগমের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে দেবিদ্বার উপজেলার পৌর এলাকার পুরানপুর গ্রামের রবিউল আউয়ালের স্ত্রী। শুশুর বাড়িতে সে নিখোঁজ হয়। এঘটনায় স্বামী রবিউল পলাতক রয়েছে।
বুধবার বিকেলে মুরাদনগর উপজেলার ধনিরামপুর গ্রামের গোমতি নদী থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
মুরাদনগর থানার এসআই বাদল জানান, ৯ তারিখ তার স্বামী দেবিদ্বার থানায় একটি নিখোঁজ ডায়রি করে। মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের ভাই মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।
Leave a Reply