(মোঃ ফখরুল ইসলাম সাগর, দেবিদ্বার )
কুমিল্লার দেবিদ্বারে ৪৪ হাজার জাতীয় পরিচয়পত্র আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সদরের ডাক বাংলোর পাশে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে লেমিনেটেড এসব জাতীয় পরিচয়পত্র বিনষ্ট করা হয়। এসব পরিচয়পত্র গুণগত মানসম্পন্ন নয় বলে দাবি করেন সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০১২ সালের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের পরবর্তী সময়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ভোটারগণের পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র মুদ্রণ করে কিছু কিছু উপজেলায় প্রেরণ করা হয়। কিন্তু মুদ্রিত জাতীয় পরিচয়পত্রের গুণগত মান সঠিক হয়নি। তাই দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিসে সংরক্ষিত প্রায় ৪৪ হাজার ক্রটিপূর্ণ পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র বিনষ্টকরণে সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে বৃহস্পতিবার পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় উপজেলা নির্বাচন অফিসার মাহবুব রোমান চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার আবু তাহের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম , অফিস সহকারী আবু কাউছার, ডাটা এন্টি অপারেটর প্রসান্ত চন্দ্র সূত্রধর ও মোঃ শরীফ হোসেন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব রোমান চৌধুরী জানান, পূর্বের জাতীয় পরিচয়পত্র গুলো গুণগতভাবে সঠিক মানের না হওয়ায় সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্তে তা বিনষ্ট করা হয়েছে। ভোটাররা নতুন করে মুদ্রিত জাতীয় পরিচয়পত্র শিগগিরই পাবেন।
Leave a Reply