অনলাইন ডেস্ক
ঢালিউডের সাড়া জাগানো ছবি ‘ঢাকা অ্যাটাক’ এবার অনলাইনে দেখা যাবে। ছবিটির নির্মাতা দীপঙ্কর দীপন নিজেই ছবির অনলাইন লিঙ্কটি ফেসবুকে দিয়েছেন।
তিনি লিখেছেন, অনেকে অনেকবার ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার লিঙ্ক চেয়েছেন। দিতে পারিনি, আজ দিতে পেরে ভালো লাগছে। ১০৮০পি, ফুল এইচডিতে দেখুন কোন সাবস্ক্রিপশন ফি ছাড়াই, বায়োস্কোপ লাইভে।
‘ঢাকা অ্যাটাক’ ছবিটি মুক্তি পায় গত বছরের অক্টোবরে। ছবিটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবা, সৈয়দ হাসান ইমাম, আফজাল হোসেন ও আলমগীর প্রমুখ।
https://www.bioscopelive.com/en/watch?v=PIZj1fP09Ly
Leave a Reply