(আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং )
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বারেশ^র চৌমুহনী এলাকায় অটোরিক্সার ধাক্কায় রিক্সা চালক মনির (৪০) এর মৃত্যু হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের বারেশ্বর চৌমুহনী বুড়িচং গামী অটোরিক্সার ধাক্কায় সাথে সাথে রিক্সা চালক মনিরের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ১৩ আগষ্ট সোমবার সকাল ১০ ঘটিকায় ।
ঘটনাটি হওয়ার পর প্রায় ১ ঘন্টা কুমিল্লা-বুড়িচং-মিরপুর সড়কে অন্যান গাড়ি চলাচলের ব্যাঘাত ঘটে। বিস্তারিত জানা যায়, রিক্সা চালক মো: মনির বারেশ্বর চৌমুহনীর একটি রড দোকান থেকে রড কাধেঁ নিয়ে তার রিক্সায় তুলার সময় পিছন থেকে ওই অটোরিক্সাটি ধাক্কা দেয়ার সাথে সাথে রড ও অটোরিক্সা তার উপরে পড়ে তার মাথা ফেটে কানে মুখে প্রচন্ড রক্তক্ষরণ হয়ে মারা যায়। পরে স্থানীয়রা উত্তেজিত হয়ে যায়।
পরে বুড়িচং থানার এসআই রাজিব কর, এসআই কামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। নিহত মনির হোসেন বারেশ^র পশ্চিম পাড়ার মৃত সুন্দর আলীর ছেলে। ঘাতক অটোরিক্সা চালকের বাড়ি একই উপজেলার বুড়িচং সদর পূর্ণমতি গ্রামে।
লাশ ময়নাতদন্তের জন্য ওই এলাকায় পুলিশ গেলে নিহতের পরিবার এবং স্থানীয়রা বাধা প্রদান করেন। দীর্ঘ সময় অপেক্ষা করে বিকেলে লাশ থানায় নিয়ে আসে ময়নাতদন্তের জন্য।একাধিক সূত্রে জানা যায়, এই ঘটনাটি নিয়ে সাহেব সর্দাররা প্রায় ৩ লক্ষ টাকার মাধ্যমে শেষ হওয়ার চেষ্টা চলছে। এই বিষয়ে স্থানীয় মেম্বার মহসিন কে জিজ্ঞেস করলে তিনি কিছুই জানানেন বলে সাংবাদিকদের কে জানান।
Leave a Reply