( জাগো কুমিল্লা. কম)
কুমিল্লা নগরীর শাসনগাছা রেল লাইন থেকে আশারে খোদা টিটু (৫০) নামে এক আইনজীবীর ছিন্নভিন্ন দেহ উদ্ধার করেছে পুলিশ । স্থানীয়রা বলছে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে।শনিবার সন্ধ্যায় কুমিল্লার শাসনগাছা রেল লাইনের ওপর থেকে তার ছিন্নভিন্ন মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
অ্যাডভোকেট আশারে খোদা টিটু কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া বাগানবাড়ি (ধানসিঁড়ি) প্রফেসর সুলতান আহম্মেদের ছেলে। তিনি কুমিল্লা আদালতে সরকারি আইন কর্মকর্তা ছিলেন।অ্যাডভোকেট আশারে খোদা টিটুর কয়েকজন সহকর্মী অ্যাডভোকেট বলেন, তিনি দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন।
কুমিল্লা রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিছবাউল আলম চৌধুরী বলেন, শনিবার সন্ধ্যা ৬টায় শাসনগাছা রেল লাইনের উপর থেকে ট্রেনে কাটা পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে লাশ সনাক্ত করতে পুলিশ ফাঁড়িতে ছুটে যান পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন, অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, অ্যাডভোকেট সৈয়দ নুরুর রহমানসহ অন্যান্য আইনজীবীরা। তার মৃত্যুতে আইনজীবীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
( জাগো কুমিল্লা.কম)
সামাজিক বিচারের নামে কুমিল্লার দাউদকান্দিতে জনসম্মুখে এক প্রবাসীর স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। ওই নারীর দেবরদের (স্বামীর ভাই) যোগসাজশে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে তাকে বেধড়ক মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী চার সন্তানের ওই জননী ‘পরকীয়ায় জড়িত’ এমন অভিযোগ এনে ৩১ জুলাই রাতে পাশের বারপাড়া গ্রামের আলম নামে এক ব্যক্তিকে ডেকে এনে জোর করে তার ঘরে আটকে রাখেন অভিযুক্ত ব্যক্তিরা। পরবর্তীতে আটক দু’জনের ওপর রাতভর দফায় দফায় নির্যাতন চালায় প্রবাসী কবিরের ভাই সাইফুল, বাবুল, মিন্টু, মোস্তাক ও আরেক ভাই খোকনের স্ত্রী। পরদিন সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান মনির হোসেন তালুকদারের উপস্থিতিতে সামাজিক বিচারের আয়োজন করা হয়। সালিশ বৈঠক চলাকালে প্রতিবেশী মিন্টু মাতবরদের নির্দেশে লাঠি দিয়ে ওই নারীর ওপর নির্যাতন চালানো হয়। এছাড়া, বেধড়ক পেটানো হয় আটক আলমকেও।
তাদেরকে নির্যাতনের ঘটনায় ১ আগস্ট ওই নারীর বোন বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে গ্রেফতার করে।
এ বিষয়ে বৈঠকে উপস্থিত বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন তালুকদার বলেন, বিষয়টা তাদের পারিবারিক ষড়যন্ত্রের অংশ। কবিরের চার ভাই ও এক ভাবি মিলে এ কাণ্ডটি ঘটিয়েছে।
তিনি আরও বলেন, ওই দিন সকালে বৈঠক শুরুর পর হঠাৎ করেই কবিরের এক ভাই এসে তার ভাবিকে মারধরের নির্দেশ দিতে থাকে। পরে আমার ইউনিয়নের তিনজন সদস্য ও আশপাশের লোকজন মিলে আহত দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, মামলার দুই আসামিকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:
https://web.facebook.com/jagocomilladotcom/videos/2173941382891193/
(জাগো কুমিল্লা.কম)
কুমিল্লার দাউদকান্দিতে দৈনিক আমাদের সময় পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি মোহাম্মদ আলী শাহীন ও তার ছেলে মশীহ আলী নাফে কে পিটিয়ে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা।শনিবার (১১ আগষ্ট) রাত ৮ টায় দাউদকান্দি বাজারস্থ নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।
তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স(গৌরিপুর) থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সার্কেল এএসপি মোঃ মহিদুল ইসলাম।ঘটনার খবর পেয়ে সার্কেল এএসপি মোঃ মহিদুল ইসলাম,ওসি দাউদকান্দি মোঃ আলমগীর হোসেনসহ পুলিশ কর্মকর্তারা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স(গৌরিপুর) দেখতে যান ও উন্নত চিকিৎসার পরামর্শ দেন এবং দোষিদের আইনের আওতার আনার আশ্বাস দেন।
এ ঘটানায় কুমিল্লার কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ নিন্দা জ্ঞাপন ও উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন।
Leave a Reply