( জাগো কুমিল্লা.কম)
বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কুমিল্লা সফরে আসছেন। শনিবার (১১ আগষ্ট) সকাল থেকে বিকাল ৩ টা পর্যন্ত কুমিল্লা নগরী ও বুড়িচং উপজেলা অবস্থান করবেন।
সকাল সাড়ে ১১ টায় বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কের পাশে আগানগর এলাকায় ফায়ার সার্ভিসের নতুন ভবনের উদ্বোধন এবং পরে থানা কমপ্লেক্সে বহুতল বিশিষ্ট আধুনিক থানা কমপ্লেক্সের নতুন ভবনের উদ্বোধন করবেন।
বিকাল তিনটায় কুমিল্লা পুলিশ লাইন্সে নবনির্মিত চেতনায় ৭১ ভাস্কর্য উদ্বোধন । বিকাল সাড়ে তিনটায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতাকারীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিবেন। বিকাল ৪ টায় মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের পরিবার, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আগমন উপলক্ষে কুমিল্লা জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
এসময় ডিআইজি, কুমিল্লা জেলা প্রশাসক, কুমিল্লা পুলিশ সুপার, পুলিশ বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ সরকারী বিভাগের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নের্তৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেনীপেশার সুধিজন উপস্থিত থাকবেন। কুমিল্লা জেলা প্রশাসন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন
Leave a Reply