অনলাইন ডেস্ক:
জয়পুরহাটের কালাইয়ে শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে আরেক শিশুর বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষক ও স্থানীয়রা ক্ষোভ জানিয়েছেন। ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে তৃতীয় শ্রেণির ওই ছাত্রকে। জেলা পুলিশ সুপার বলছেন, যেহেতু আসামির বয়স কম, তাই এর পেছনে অন্য রহস্য রয়েছে কিনা তা তদন্ত করা হবে।রোববার সন্ধ্যায় জয়পুরহাটের কালাই উপজেলার তেলিহার গ্রামে প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপর কালাই থানায় মামলা করে তার পরিবার।
ওই মামলায় পরদিন পুলিশ, একই গ্রামের এক শিশুকে গ্রেপ্তার করে। যে স্থানীয় তেলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা।গ্রেপ্তারকৃত শিশুর বাবার দাবি, জমির বিরোধের জেরে তার শিশুসন্তানের বিরুদ্ধে এই মিথ্যা মামলা। একজন শিশুর বিরুদ্ধে ধর্ষণের মামলায় বিস্মিত স্কুলের শিক্ষকরাও।
আইনজীবীরা বলছেন, শিশু আইনে এ ধরণের মামলায় তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করতে পারে না পুলিশ।তবে পুলিশের দাবি, ভুক্তোভোগীর স্বীকারোক্তি অনুযায়ী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে যেহেতু আসামির বয়স কম, তাই এর পেছনে অন্য কোন রহস্য থাকতে পারে বলে মনে করেন পুলিশ সুপার।
এদিকে, সোমবার রাতে গ্রেপ্তারকৃত শিশুকে, বাবার জিম্মায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং কিশোর আদালতের বিচারক।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:
Leave a Reply