অনলাইন ডেস্ক:
ব্যারিস্টার মিলহানুর রহমান নওমির বাবা সিদ্দিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে নওমির বাবাকে বাড়ি থেকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মামুন। এর আগে রাজধানীতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে কথোপকথনের জন্য নওমিকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়।
ব্যারিস্টার মিলহানুর রহমান নওমির বাবা কুমিল্লা সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডের কাউন্সিল ও সদর দক্ষিণ উপজেলার উনাইসা এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান। সিদ্দিকুর রহমান বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও অতীতে তিনি জামায়াতের নেতা ছিলেন।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, নওমির বাবা কুমিল্লা সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর সিদ্দিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। রবিবার দুপুরে তাকে উনাইসার এলাকার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।
উল্লেখ্য, এর আগে রবিবার ভোরে একদল ডিবি ঢাকা থেকে এসে কুমিল্লার বরুড়া উপজেলার দেওড়া গ্রামের ফুফুর বাড়ি থেকে নওমিকে তুলে নেয় বলে জানায় তার পরিবার।
সূত্র: বাংলা ট্রিবিউন
Leave a Reply