( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লা র্যাবের সাথে বন্দুকযুদ্ধে কুমিল্লার শীর্ষ মাদক ব্যবসায়ী সহিদুল ইসলাম সবু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সে সদর দক্ষিণ উপজেলার একবালিয়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ২৭টি মামলা চলমান রয়েছে। সে দীর্ঘ দিন পলাতক ছিলেন।
শনিবার ভোর রাতে র্যাব-বিজিবির যৌথ অভিযানে কাপ্তানবাজার গোমতি বেরি বাঁধ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মাদক দ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলার কাপ্তান বাজার এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে শহীদুল ও তার সহযোগীরা তাদের লক্ষ্য করে গুলি করে। র্যবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থলে শহীদুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
শহীদুলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শহীদুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা রয়েছে।
উল্লেখ্য মাদক বিরোধী অভিযানের পর কুমিল্লায় এটাই প্রথম র্যাবের বন্দুকযুদ্ধের ঘটনা। তবে তারা ধারাবাহিক ভাবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছেন।
Leave a Reply