(বারী উদ্দিন আহমেদ বাবর, নাঙ্গলকোট)
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকারা ইউনিয়নের পৌছির গ্রামের যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে গতকাল সোমবার দুপুরে ইউনিয়নব্যাপী মাদক বিরোধী করা হয়েছে। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌধূরী ও থানার ওসি নজরুল ইসলাম বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়েছে।
‘মাদককে না বলি মাদক মুক্ত জীবন গড়ি, নেশা ছেড়ে কলম ধরি মাদক মুক্ত সমাজ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে উপজেলার মৌকারা ইউনিয়নের পৌছির গ্রামের যুব উন্নয়ন সংস্থা কয়েকশ’ তরুন যুবককে নিয়ে শতাধিক মোটর সাইকেল, সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিক্সা নিয়ে মাদক বিরোধী র্যালীর আয়োজন করেন। র্যালিটি পৌছির গ্রাম থেকে শুরু করে মৌকারা ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে উপজেলা নিবাহী কর্মকর্তার কার্যালয়ে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌধূরীর নিকট মাদক মুক্ত সমাজ গড়তে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবীতে একটি স্মারক লিপি প্রদান করেন। এসময় নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌধূরী বলেন মাদকসেবী ও ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু তাদের প্রতিহত করা হবে। কোথাও মাদক বিক্রয় ও সেবন করতে দেখলে ফোন করে থানায় অবহিত করার জন্য আহবান করেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা এবং দেশের জনগনের স্বার্থে মাদক প্রতিরোধে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়া হবে। এরপর নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বরাবরেও একটি স্বারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মৌকারা ইউপির চেয়ারম্যান আবু তাহের, পেয়ার আহাম্মদ মেম্বার, আ.লীগ নেতা খসরুসহ প্রায় দুই শতাধিক এলাকাবাসী।
Leave a Reply