( জাগো কুমিল্লা.কম)
মুমুর্ষ রোগী ও বয়োবৃদ্ধ মানুষসহ দক্ষিণ কুমিল্লার কয়েক লাখ মানুষের দূর্ভোগ লাঘবের লক্ষ্যে পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফ.সি.এ লোটাস কামালের নির্দেশে সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার রবিবার কুমিল্লা জেলা মাসিক উন্নয়ন সমন্বয় সভায় পদুয়ার বাজার বিশ্বরোড মহাসড়কে সিএনজি অটো রিক্সা ক্রসিংয়ের প্রস্তাব জানিয়েছেন।
গোলাম সারওয়ারের প্রস্তাবের প্রেক্ষিতে পদুয়ার বাজার মহাসড়কে সিএনজি ও অটো রিক্সা ক্রসিং করার বিষয়ে সরেজমিন যাচাই করে প্রস্তাব সহ প্রতিবেদন দাখিল করার জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অতিঃ জেলা ম্যাজিষ্ট্রেট আহবায়ক,অতিঃ হাইওয়ে পুলিশ সুপার,সওজ নির্বাহী প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী এলজিইডি,সদর দঃ উপজেলা ভাইস চেয়ারম্যানকে সদস্য ও সদর দঃ উপজেলা নির্বাহী অফিসার কে সদস্য সচিব করা হয়েছে।
এ ছাড়াও সদর দঃ উপজেলার বিভিন্ন খাল দিয়ে ইপিজেড ও সিটি কর্পোরেশনের দূষিত পানি প্রবাহিত বন্ধ করারও প্রস্তাব জানান গোলাম সারওয়ার। প্রস্তাবের প্রেক্ষিতে সরেজমিন যাচাই করে প্রস্তাব সহ প্রতিবেদন দাখিল করার জন্য পৃথক একটি কমিটি গঠন করা হয়।
Leave a Reply