(অাবু সুফিয়ানরাসেল, কুমিল্লা)
কুমিল্লা নগরীর ২০নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকার নিমার্ণধীন ভবনের সেফটি ট্যাংকের মালামাল উত্তোলনের সময় দুই নিমার্ণ শ্রমিক নিহত হয়। শুক্রবার বেলা চারটার দিকে কাজ করতে গিয়ে তিন নিমার্ণ শ্রমিক অাটকা পরে। এ সময় এলাকাবাসি ফায়ারসার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদর দক্ষিণ ইউনিট ও ইপিজেট ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়।
স্থানীয় সূত্র মতে, নিমার্ণধীন এ ভবনের মালিক ইতালি প্রবাসী তাফাজ্জল হোসেন রতন, কাজ দেখাশোনা করতেন তার ছোট ভাই অাবুল কাশেম। ঠিকাদারি দায়িত্বে ছিলেন সিদ্দিকুর রহমান। ঠিকাদার ও শ্রমিকদের বাড়ি গাইবান্ধা জেলায়। শ্রমিকদের নাম জানা যায়নি।অাহত ব্যক্তিকে কুচাইতলী হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ২০ নং ওয়ার্ড কাউন্সিলার মো. সিদ্দিকুর রহমান সুরুজ জানান, অামি জানার সাথে সাথে সদর দক্ষিণ থানা পুলিশকে অবগত করেছি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত পরে জানাবো।
সদর দক্ষিণ থানার ওসি অাদিল মাহমুদ বলেন, অামরা সেখানে গিয়েছি, দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা গেছে।
বাদি, বিবাদী কারো সাথে যোগাযোগ করা যায়নি, পুলিশ কেইসের বিষয়টি প্রক্রিয়াধীন অাছে।
ফায়ার সার্ভিস বৃহত্তম কুমিল্লার সহকারি পরিচালক মো. ইয়াহিয়া জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজে অংশ গ্রহণ করেছে। এক ঘন্টার ও কম সময়ে অামরা উদ্ধার কাজ করতে সক্ষম হয়েছি। মোট তিন জন লোক অাটকা পরেছিল। একজনকে এলাকাবাসি উদ্ধার করে হাসপাতাল পাঠিয়েছে। অামরা দু’টি ডেট বডি উদ্ধারের সাথে সাথে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।
Leave a Reply