অনলাইন ডেস্ক:
জিতলে সেমিফাইনাল, হারলে বিদায়। সেমির স্বপ্ন নিয়ে মাঠে নামে ল্যাতিন আমেরিকার দেশ উরুগুয়ে ও ইউরোপের শক্তিশালি ফ্রান্স। তবে এতে শেষ হাসি হাসলো ইউরোপের দেশটি। ২-০ গোলে উরুগুয়েকে কাঁদিয়ে সেমিতে উঠলো ফ্রান্স।
রাশিয়া বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় ফ্রান্স-উরুগুয়ে। প্রথম থেকেই দারুণ খেলা খেলতে থাকে দুই দল। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ মিস করে উভয় দল। তবে ৪১ মিনিটে পাওয়া ফ্রি কিক থেকে দারুণ গোল করে ১-০ তে এগিয়ে যায় ফ্রান্স।
গোল হজম করে উরুগুয়ে আরও বেশি আক্রমনাত্বক খেলা খেলতে থাকে। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে ফ্রি কিক থেকে পাওয়া গোলের দারুণ সুযোগ মিস করে উরুগুয়ে।
দ্বিতীয়ার্ধে আরও বেশি গতিময় খেলা খেলে ফ্রান্স। ব্রেজমেনের করা শট গোলকির হাতে লেগেও শেষ রক্ষা হয়নি। দ্বিতীয় বারের মত উরুগুয়ের জালে বল ঢোকায় ফ্রান্স। ম্যাচের বাকী সময় আর কোনও দল গোল করতে পারেনি। নির্ধারিত সময় শেষে ২-০ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে পগবারা।
আজ বিশ্বকাপের দ্বিতীয় খেলায় রাত ১২টায় মাঠে নামবে ব্রাজিল-বেলজিয়াম। খেলার সকল আপডেট পেতে আমাদের সঙ্গে একটিভ থাকুন।
Leave a Reply