( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের আটটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে কোতয়ালী থানার এক প্রেস ব্রিফিংয়ে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদ এবং নজরধারীর ভিত্তিতে নগরীর মুন হসপিটালের সামনে থেকে আন্তঃজেলা চোরাই মোটর সাইকেল সিন্ডিকেটের অন্যতম হোতা মোঃ সুজনকে ৭টি মাস্টার কী’সহ গ্রেফতার করা হয়।
তার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৬ ঘণ্টায় এই চক্রের ৭ জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ইয়ামাহা আরওয়ান ফাইভ ব্রান্ডের ১টি, বাজাজ পালসার ৪টি, একটি করে টিভিএস এপাচি, হিরো স্প্যান্ডার, ওয়ালটন মোটর সাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সুজনের বিরুদ্ধে মোটরসাইকেল চুরি ছিনতাইসহ ৭টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
আটককৃত অন্য আসামিরা হলেন বুড়িচং উপজেলার জনি, সবুজ, রায়হান ভুইয়া ইমন, জসিম, মোঃ ইমরান ও চান্দিনা উপজেলার মোঃ সোহেল।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর এ সার্কেল) তানভীর সালেহীন ইমন ও কোতয়ালী থানার ওসি আবু ছালাম মিয়া।
প্রথম ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:
কুমিল্লা কোতয়ালি থানা পুলিশ আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার ও ৮টি মোটরসাইকেল উদ্বার করেছেন,এ বিষয়ে প্রেস-ব্রিফিং করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল- মামুন,এ সময় সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, কোতয়ালি থানা oc আবু ছালাম মিয়া, oc db নাসির উদ্দিন মীধা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্তিত ছিলেন?
Posted by Bahar Raihan on Saturday, June 30, 2018
দ্বিতীয় ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:
গত ৩৬ঘন্টায় পুলিশের অভিযানে কুমিল্লায় মোটরসাইকেল চোর চক্রের ৭জনকে আটক করেছে পুলিশ। চোরদের কাছ থেকে ৮টি বিভিন্ন ব্রান্ডের মোটরসাইকেল উদ্ধার করা হয়। এদের গুরু সুজনের কাছেই ৭টি মাস্টার কী পাওয়া যায়। তার তথ্যোনুযায়ী বাকীদের আটক করা হয় এবং মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায় এই অভিযান অব্যাহত থাকবে। সুজনসহ ৬জনের বাড়ি বুড়িচং এবং ১জনের বাড়ি চান্দিনায়। এই অভিযানে পুলিশ সফল হবে আশাবাদী
Posted by Saifullah Khalid on Saturday, June 30, 2018
Leave a Reply