অনলাইন ডেস্ক:
বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে আর্জেন্টিনার ৫ সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে ব্রাজিল সমর্থকরা। ৬০ টাকা বাজি ধরে সেই টাকা না দেয়ায় তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। আহতরা হলেন-মো. সবুজ (১৮), মো. শাহিন (২৪), মো. লিখন (১৭), মো. রাসেল (১৮) ও মো. ফরহাদ (১৮)।
মঙ্গলবার (২৬ জুন) রাত দেড়টার দিকে পাথরঘাটা উপজেলার পৌরশহরের ৯ নম্বর ওয়ার্ডের খাদ্যগুদামের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা জানান, ব্রাজিল সমর্থক সবুজের সঙ্গে আর্জেন্টিনার সমর্থক পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ফাহাদের সঙ্গে মঙ্গলবার রাতে নাইজেরিয়া-আর্জেন্টিনার খেলায় আর্জেন্টিনার জয়-পরাজয় নিয়ে দুপক্ষের মধ্যে ৬০ টাকার বাজি ধরা হয়।
খেলা চলাকালে সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয়। আর্জেন্টিনা খেলায় বিজয়ী হলে বাজির ৬০ টাকা না দেয়ায় উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. ফাহাদ, যুগ্ন সম্পাদক মো. শাকিল, রিয়াজ, ইউসুফ ও রাসেলসহ ১০-১৫ জন ব্রাজিল সমর্থকদের লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। আহতদের রাতেই পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহমেদ ঘটনা সত্যতা নিশ্চত করে জানান, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply