(মো. তপন সরকার,হোমনা)
কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪০টা দোকান ঘর পুড়ে ছাই হয়ে কয়েক কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। শনিবার রাত ৯ টার দিকে ঐতিহ্যবাহী রামকৃষ্ণপুর বাজারে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাত ৯ টা থেকে হোমনা, বাঞ্ছারামপুর ও মুরাদনগর উপজেলার ফায়ার সার্ভিসের তিন ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের ৩টি গ্যাস সিলিন্ডারের দোকানের আগুন ছড়িয়ে পড়ার কারণে আগুনের ভয়াবহতা আরও বেড়ে যায় বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। একটি ক্রোকারিজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে ক্রমেই পুরো বাজারে ছড়িয়ে পড়ে। অধিকাংশ ব্যবসায়ী দোকানে তালা দিয়ে বাড়ি চলে যাওয়ায় অনেকেই মালামাল বের করতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে অন্তত ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে আগুনের ঘটনার পরপরই হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ নাজমুস সোয়েব, উপজেলা চেয়ারম্যান এ্যাড.আজিজুর রহমান মোল্লা, থানার ওসি রসুল আহমদ নিজামী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আঃ মজিদ, পৌর মেয়র এ্যাড, নজরুল ইসলাম,কুমিল্লা(উঃ)জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সেলিমা আহমাদ মেরীর প্রতিনিধিদল সহ বিভিন্ন নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
হোমনা থানার ওসি রসুল আহমেদ নিজামী জানান, আগুনের কারণ এখনও জানা যায়নি, আগুনে বাজারের প্রায় ৪০ টি দোকান ভস্মীভূত হয়েছে।
Leave a Reply