(মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর)
কুমিল্লার মুরাদনগরে হত্যা ও ডাকাতি মামলার চার্জশীট এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি উপজেলার কামাল্লা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আতিকুর রহমান (চয়ন) বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার ৮নং আমলী আদালতে হাজির হয়ে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। মামলার শুনানি শেষে বিজ্ঞ আদালত আসামীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
ইউপি সদস্য আতিকুর রহমান (চয়ন) মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের মৃত আব্দুল কাদের সরকারের ছেলে।
জানা যায়, ২০১৪ সালের ২৬শে এপ্রিল রাতে নেয়ামতপুর গ্রামের মনু মিয়ার বাড়ীতে ডাকাতি করতে যায় ১৫/২০জন সদস্যের একটি ডাকাত দল। ডাকাতি করার জন্য ঘরে ঢুকতে না পেয়ে গৃহকর্তা মনু মিয়াকে গুলি করে আহত করে পালিয়ে যায় ডাকাত সদস্যরা। নেয়ামতপুর গ্রামে ডাকাতি করতে না পেরে ওই রাতেই ডাকাত সদস্যরা কামাল্লা গ্রামের কয়েকটি বাড়ীতে ডাকাতি করে আসার সময় গ্রামবাসিকে ভয় ও আতংকিত করতে গিয়ে একটি শিশুকে গুলি করে হত্যা করে ডাকাতদলটি।
ঘটনার পর দিন ২৭শে এপ্রিল মুরাদনগর থানায় হত্যা (মামলা নং১১৪/১৪) ও ডাকাতির ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। হত্যা ও ডাকাতির দুটি মামলার এজাহার নামীয় আসামী ইউপি সদস্য আতিকুর রহমান (চয়ন)।
Leave a Reply