অনলাইন ডেস্ক:
কুমিল্লায় ২৮ জন মাদকসেবীকে বিজিবি কর্তৃক আটকের পর জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলার সদর দক্ষিণ উপজেলার ভারত সীমান্তবর্তী মীর আলী চৌধুরী এলাকায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপালী মন্ডল মাদকসেবীদের এ সাজা দেন।
বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বিজিবির দল জেলার সদর দক্ষিণ উপজেলার ভারত সীমান্তবর্তী মীর আলী চৌধুরী এলাকায় অভিযান চালায়। এ সময় বিভিন্ন স্থান থেকে ১০টি মোটরসাইকেলযোগে বিভিন্ন বয়সের ২৮ জন যুবককে মাদক সেবনকালে আটক করে বিজিবি।
১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম সারোয়ার জানান, মাদকসেবীদের আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং তাদের জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
Leave a Reply