পবিত্র ঈদুল ফিতরের মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে সবাই প্রস্তুতি নিচ্ছেন ঈদ উদযাপন করার জন্য। সাধারণ মানুষের মত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও বসে নেই। তারা কোথায় কিভাবে ঈদ পালন করবেন সে প্রস্তুতিও নিচ্ছেন।
জানা গেছে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথারীতি তার সরকারি বাসভবন গণভবনে ঈদ করবেন। সেদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তিনি কুশল বিনিময় করবেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পরিবার নিয়ে বঙ্গভবনে ঈদ করবেন।
অন্যদিকে বাজেট অধিবেশনের কারণে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী কোথাও যাচ্ছেন না। তিনি এবার ঢাকাতেই ঈদ করবেন।
এদিকে সংসদ নির্বাচন ও চার সিটি নির্বাচনসহ বিভিন্ন কারণে প্রধান নির্বাচন কমিশনার ( সিইস) কেএম নরুল হুদা, কমিশনার মাহবুব তালুকদার, কমিশনার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ঢাকায় ঈদ করবেন।
আর নির্বাচন কমিশনার কবিতা খানম গ্রামের বাড়িতে ঈদ করবেন। আরেক নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম গ্রামের বাড়ি রাজশাহী যাবেন কিনা এখনো সিদ্ধান্ত নেননি।
পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল গ্রামের বাড়ি কুমিল্লায় ঈদ করবেন। এ মন্ত্রণালয়ের বেশিরভাগ কার্মকর্তারা ঈদ গ্রামের বাড়িতেই করবেন।
Leave a Reply