অনলাইন ডেস্ক:
রবিবার বিএনপি’র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপি’র কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক আন্তর্জাতিক সম্পাদক জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক এবং আশিকুর রহমান মো: ওয়াসিমকে সদস্য সচিব করে ঘোষণা করা হলো নতুন কমিটি।
নবঘোষিত এই কমিটিতে দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে সদস্য করা হয়েছে।
এছাড়াও কমিটিতে যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে দুইজনকে তারা হলেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং মহানগর বিএনপি’র সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক আমিরুজ্জামান আমির।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি হঠাৎ করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর থেকেই নতুন কমিটিতে কারা আসছেন তা নিয়ে চলছিল নানা আলোচনা, জল্পনা ও কল্পনা। এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ে কুমিল্লা বিএনপি’র নেতৃত্বে পালা বদল হতে পারে। জোর আলোচনা চলে জাকারিয়া তাহের সুমন ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে ঘিরে। অবশেষে সেই জল্পনাই সত্য হলো।
Leave a Reply