অনলাইন ডেস্ক:
পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। সেই অবস্থা থেকে অসামান্য ব্যাটিংয়ে দলকে ট্র্যাকে ফেরান লিটন কুমার দাস আর মেহেদি হাসান মিরাজ। দেড়শতাধিক রানের জুটি ভাঙে মিরাজের বিদায়ে। এই তরুণ অল-রাউন্ডার তিন অংকে যেতে না পারলেও লিটন দাস ভুল করেননি। পাহাড়সম চাপ সামলে টেইল অ্যান্ডারদের সঙ্গী করে তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি।
লাল বলে লিটন সবশেষ সেঞ্চুরি করেছিলেন ২০২২ সালের ২৩ মে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে। ওই টেস্টের প্রথম ইনিংসে তিনি ২৪৬ বলে ১৬ চার ১ ছক্কায় খেলেছিলেন ১৪১ রানের ইনিংস। পরের ১৮ ইনিংসে ৫টি ফিফটি করলেও তিন অংকে যেতে পারেননি। এই সময়ে তার সর্বোচ্চ স্কোর ছিল ৭৩। আজ লিটন ১৭১ বলে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি তুলে নেন। তিন অংক ছোঁয়ার লড়াইয়ে তার সঙ্গী দশ নম্বর ব্যাটার হাসান মাহমুদ।
আবরার আহমেদকে দারুণ এক শটে বাউন্ডারি মেরে তিনি সেঞ্চুরিতে পৌঁছান। দিনের হিসেবে ৮৩২ দিন পর টেস্ট সেঞ্চুরি পেলেন এই স্টাইলিশ ব্যাটার।
Leave a Reply