অনলাইন ডেস্ক:
কুমিল্লা আওয়ামী লীগের রাজনীতির অন্যতম প্রাণপুরুষ জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদারের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত ১১টার দিকে কুমিল্লা নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন সফিকুল ইসলাম শিকদারের ছোট ভাই কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা মো. কবিরুল ইসলাম সিকদার। জানাযার নামাজ বুধবার বাদ আসর ৫:৩০ মিনিটে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে।।
জানা গেছে, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম শিকদারের দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ মে অপারেশনের মাধ্যমে তার বাঁ পায়ের অর্ধাংশ অপসারণ শেষে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। দীর্ঘদিন ঢাকায় চিকিৎসাধীন থাকার পর তাঁকে কুমিল্লায় নিয়ে আসা হয়।
কুমিল্লায় প্রথমে শফিকুল ইসলাম শিকদারকে বেসরকারি মুন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর নিয়ে আসা হয় সিডি প্যাথ হাসপাতালে। পরবর্তীতে সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। মঙ্গলবার রাত ১১টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সফিক শিকদার কুমিল্লা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ভিপি। তিনি কুমিল্লা পৌরসভার নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরীর কাছে পরাজিত হন। ৯০ এর দশকে তিনি ছিলেন রাজপথ কাঁপানো নেতা।
Leave a Reply