অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় এবার নতুন চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হোমনা থানা এলাকার বাঘা শরীফ বলী। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত বলী খেলার এবারের ১১৫তম আসরের ফাইনালে কুমিল্লার আরেক বলী মো. রাশেদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন তিনি।
ফাইনালে প্রায় ১১ মিনিট লড়াই চলে দু’জনের মধ্যে। পরে একপর্যায়ে আর না পেরে রাশেদ নিজ থেকেই পরাজয় শিকার করে শরীফের হাত তুলে ধরেন। যে কারণে রেফারি শরীফকে বিজয়ী ঘোষণা করেন।
এর আগে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়ে রাঙামাটির সৃজন চাকমাকে হারিয়ে ফাইনালে যান রাশেদ। দ্বিতীয় সেমিফাইনালে মো. রাসেলের প্রতিপক্ষ ছিলেন বাঘা শরীফ। দু’জনই প্রতিপক্ষকে পরাজিত করে ফাইনালে অবতীর্ণ হন। এবারের ১১৫ তম আসরে অংশ নিতে অন্তত ১০০ জন বলী আসেন। তাদের মধ্যে ৮৪ জনকে নিবন্ধন করে আয়োজক কমিটি।
গতকাল এসব বলী অংশ নেন এবারের বলী খেলায়। লালদীঘি ময়দানে আজ বৃহস্পতিবার বিকেলে বলী খেলার এবারের আসরের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এতে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রাম-৬ রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।
চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে প্রতি বছর ১২ বৈশাখে অনুষ্ঠিত হয় বলী খেলা। এই খেলায় অংশগ্রহণকারীদেরকে বলা হয় ‘বলী’। বলীখেলাকে কেন্দ্র করে বৃহত্তর চট্টগ্রামের সবচেয়ে বড় বৈশাখী মেলাটিও বসে লালদীঘি মাঠের প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে। বাঙালি যুব সম্প্রদায়ের মধ্যে ব্রিটিশবিরোধী মনোভাব গড়ে তোলা এবং শক্তিমত্তা প্রদর্শনের মাধ্যমে তাদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে চট্টগ্রামের বদরপতি এলাকার ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর বলী খেলা বা কুস্তি প্রতিযোগিতার প্রবর্তন করেন। ১৯০৯ সালের ১২ বৈশাখ নিজ নামে লালদীঘির মাঠে এই বলী খেলার সূচনা করেন তিনি।
Leave a Reply