সদর দক্ষিণ প্রতিনিধি:
কুমিল্লা সদর দক্ষিণে নিখোঁজের ৩৩ দিন পর নৈশপ্রহরী শাহজালালের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের গীলাতলী গ্রামে মুরগির ফার্মের সেপটিক ট্যাংকি থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
গত ৩রা মার্চ তিনি নিখোঁজ হন। এ ঘটনায় আটক মীর হোসেনের মুরগির ফার্মের সেফটি ট্যাংকির ভেতর থেকে খুঁড়ে প্রায় ৬ ফুট নিচ থেকে লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা বলেন, ময়নাতদন্ত ও পরীক্ষা-নিরীক্ষার জন্য লাশ পুলিশ থানায় নিয়ে গেছে।
শাহজালালের পরা শার্ট শনাক্ত করেন তার পরিবার ও আত্মীয়। মরদেহটি প্লাস্টিকের বস্তায় ভরে গভীর গর্তে পুঁতে রাখা হয়েছিল। এসময় এলাকাবাসী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর হোসেন ভূঁইয়া জানান, আমরা এ ঘটনায় মীর হোসেন ও সুমন নামে দু’জনকে আটক করেছি। ডিএনএ টেস্ট ও ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছি।
Leave a Reply