মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লার বরুড়া থানা অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন মামলার রহস্য উদঘাটনে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১১মে) মাননীয় আইজিপি কর্তৃক মনোনীত কুমিল্লা জেলার বরুড়া থানা নবাগত অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন ও তার সংগীয় ফোর্স (ওসি তদন্ত নাহিদ আহমেদ) সহ মাননীয় আইজিপি কর্তৃক প্রশংসীত হয়েছে। কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান (বিপিএম বার) এর ধন্যবাদ পত্রে জানা যায় বিগত এপ্রিল মাসে মামলার নং ২০টি তার মধ্যে গত ২৬-০৪-২০২৩ এর ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০০৩) এর ৯(৩)/৩০ তৎসহ ৩২৩/৫০৬ পিসি সংক্রান্ত গণধর্ষন মামলার ঘটনায় জড়িত ০৪ জন আসামীকে মামলা রুজুর পূর্বে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার ও তিনজন আসামির কাঃ বিঃ ১৬৪ ধারায় বিজ্ঞ আদালত কর্তৃক স্বীকারোক্তি মুলক জবানবন্দি গ্রহণের মাধ্যমে মামলার রহস্য উদঘাটন করেছেন এতে কুমিল্লা জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জল হয়েছে। তাই কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান বিপিএম বার কর্তৃক মামলার রহস্য উদঘাটনে শ্রেষ্ঠ টিম ও অফিসার ইনচার্জ হিসেবে কৃতিত্ব কর্মের স্বীকৃতি স্বরুপ সম্মাননা স্মারক গ্রহণ করেছেন বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন।
এ বিষয়ে বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন বলেন সবাই ভালো কাজের সম্মাননা চায়। আমিও যেন ভালো কাজের মাধ্যমে বরুড়া বাসীর জন্য আইনের সেবক হিসাবে থাকতে পারি এটাই আমার প্রত্যাশা এবং ভালো কাজের মাধ্যমে বরুড়া থানার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য সর্বদাই সচেষ্ট থাকব।
Leave a Reply