1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
সিসিএন বিশ্ববিদ্যালয়ের সেমিনারে রিসোর্স পার্সন পিএসসির সচিব ড. সানোয়ার জাহান ভূইয়া ফের ভর্তি পরীক্ষা চালু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডায়াবেটিস দিবসে কুমিল্লা মেডিকেলে পদযাত্রা ও বৈজ্ঞানিক সেমিনার কুমিল্লায় আন্তর্জাতিক ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস পালন স্ত্রীসহ সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত ১২ রানে শেষের ৭ উইকেট হারিয়ে লজ্জাজনক হার বাংলাদেশের কুমিল্লায় সাংবাদিকসহ ২০ বাড়িতে মাদক কারবারিদের হামলা-গুলি ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির নতুন সভাপতি সুমন, সম্পাদক মারুফ কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে সাবেক কাউন্সিলর বিএনপি নেতা বিল্লাল গ্রেফতার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিজ কমিটির সদস্য সচিব হলেন কুমিল্লার সাইফুল আলম রনি

  • প্রকাশ কালঃ সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৩৮০

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য হলেন বিসিবির কাউন্সিলর ও কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি। রোববার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

বিসিবির ফ্যাসিলিটিজ ম্যানেজম্যান্ট কমিটির চেয়ারম্যান হলেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও বিসিবির পরিচালক আকরাম খান, ফ্যাসিলিটিস এন্ড ম্যানেজমেন্ট কমিটির সহ-সভাপতি নাইমুর রহমান দূর্জয় এমপি এবং কমিটির অপর সদস্য হলেন কুমিল্লার সাইফুল আলম রনি।

ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব হওয়ার বিষিয়টি নিশ্চিত করেন বিসিবির কাউন্সিলর ও কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি।

সাইফুল আলম রনি ২০১৭ সালে কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির দায়িত্ব গ্রহণ করেন। তিনি দায়িত্ব গ্রহনের পর ব্যক্তিগ উদ্যোগে কুমিল্লায় কাউন্সিলর কাপসহ চারটি বড় টুর্নামেন্টের সফল আয়োজন সম্পন্ন হয়। এই টূর্নামেন্টগুলো গণমাধ্যমে প্রচারিত হওয়ায় দেশ ও দেশের বাহিরে কুমিল্লার ক্রিকেটের চিত্র ফুটে উঠে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা একটি জেলা সদরে ক্রিকেটের এত বড় আসর দেখে উচ্ছাস প্রকাশ করেন।

বিসিবির ফ্যাসিলিটিজ ম্যানেজম্যান্ট কমিটির সদস্য সচিব হওয়ায় নিজের অনুভূতি জানাতে গিয়ে সাইফুল আলম রনি বলেন, নিঃসন্দেহে স্বীকৃতি কাজের গতি বৃদ্ধি করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিজ ম্যানেজম্যান্ট কমিটির সদস্য সচিব হওয়া সত্যি গৌরবের। তবে আমার এমন স্বীকৃতিতে কৃতজ্ঞতা জানাই আমার অভিভাবক কুমিল্লা সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার মহোদয়ের প্রতি। তিনি কুমিল্লার ক্রিকেটকে জাতীয় মানের করার জন্য পরামর্শ দেন।

এছাড়াও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ ক্রিকেটের সাবেক খেলোয়াড় ও বিসিবির পরিচালক আকরাম খানের প্রতি। কুমিল্লায় ক্রিকেট নিয়ে কাজ করার ক্ষেত্রে যিনি সব সময় বিভিন্ন পরামর্শ দেন, উৎসাহ দেন। অবশ্যই আমার এই অর্জনের নেপথ্য কুমিল্লাবাসীর প্রানঢালা সামর্থন পেয়েছি । সবার উৎসাহ আর সমর্থন নিয়ে কুমিল্লার ক্রিকেটকে নিয়ে যেতে চাই অনেক দূর।

এদিকে সাইফুল আলম রনি বিসিবির ফ্যাসিলিটিজ ম্যানেজম্যান্ট কমিটির সদস্য হওয়ায় কুমিল্লার সাবেক ক্রিকেটাররা আনন্দ প্রকাশ করেন। সাবেক ক্রিকেটাররা বলেন, ২০০০ সাল থেকে ২০১৭ পর্যন্ত কুমিল্লার ক্রিকেট যেন ঘুমিয়ে ছিলো। এখন কুমিল্লার ক্রিকেটে যে জোয়ার সৃষ্টি হয়েছে তা যেন অব্যহত থাকে।

কুমিল্লা থেকে বিসিবির নেতৃত্ব বেড়ে চলছে বলেছেন বদরুল হুদা জেনু। সাইফুল আলম রনি বিসিবির ফ্যাসিলিটিজ ম্যানেজম্যান্ট কমিটির সদস্য সচিব হয়েছে বিষয়টি কুমিল্লার মানুষ হিসেবে আমি খুবই আনন্দিত।

তিনি আরো বলেন, আমি নিজেও বিসিবির নির্বাচিত কাউন্সিলর ছিলাম। ১৯৯৮ সালে আমি বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজারও ছিলাম। ওই সময় ওয়েস্টইন্ডিজ দল বাংলাদেশ সফরে আসে।

পরে ২০০৯ এর অক্টোবর, ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লার আরেক কৃতি সন্তান আ.হ.ম মোস্তফা কামাল ( লোটাস কামাল)।

এখন আমাদের সাইফুল আলম রনি বিসিবির ফ্যাসিলিটিজ বিভাগের সদস্য সচিব হয়েছে খবরটা খুবই আনন্দের। রনি তরুণ। তার হাত ধরে কুমিল্লার ক্রিকেট এগিয়ে যাবে এ বিশ্বাস আছে।

আমি আরো একটা কথা বলবো সেটা হলো, কুমিল্লায় ক্রিকেট উন্নয়নে নভেম্বর ডিসেম্বর জানুয়ারী ও ফেব্রুয়ারী এই চার মাস যেন কুমিল্লা স্টেডিয়ামটি ক্রিকেটের জন্য রাখা হয়। তাহলে ছেলেরা অনুশীলনের যথেষ্ট সময় পাবে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews