জেলা প্রতিনিধি, কুমিল্লা
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে চট্টগ্রামের একটি হত্যা মামলার দুই আসামীর ফাঁসির রায় কার্যকর করা হয়েছে।
মঙ্গলবার ( ৮ মার্চ) রাত সাড়ে ১১ টায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে মৃত্যুদন্ড আদেশ বাস্তায়নের প্রক্রিয়া শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ।
তিনি জানান, দণ্ডপ্রাপ্ত শিপন চট্টগ্রাম নগরীর খুলশী থানার দক্ষিণ আমবাগানের মৃত ইউনুছ হাওলাদারের ছেলে। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া থানার নন্দনসার গ্রামে। অপর আসামি নাইমুল ইসলাম ওরফে মঈন চট্টগ্রাম নগরীর খুলশী থানার লালখান বাজার ডেবারপাড় এলাকার মৃত ঈদুন মিয়া সরকারের ছেলে। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার রতনপুর পূর্বপাড়া গ্রামে। কারা বিধি মোতাবেক সংশ্লিষ্ট সকলের উপতস্থিতে রাত সাড়ে ১১ টায় তাদের রায় কার্যকর করা হয় । আইনী প্রক্রিয়া শেষে দুই জনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
ফাঁসির রায় কার্যকর করার আগে কারাগারে আসেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন।
প্রসঙ্গত ২০০৩ সালের ১৪ জুন সশস্ত্র সন্ত্রাসীরা রেলওয়ে কোয়ার্টারের সরকারি বাসায় ঢুকে গুলি করে ও কুপিয়ে তাঁকে হত্যা করে শফিউদ্দিনকে।। এরপর বোমা ফাটিয়ে এলাকা ত্যাগ করেন হত্যাকারীরা।
Leave a Reply