নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও কর্মহীনদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে আদর্শ সদর উপজেলার ৫নং পাচথুবী ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় এই আয়োজন করা হয়।
এসময় উপস্থিত কুমিল্লা সিটি ফাউন্ডেশেনর সভাপতি জামাল খন্দকার, উপদেষ্টা শাহআলম ভূঁইয়া (আলম), হারুন উর রশিদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম লিটন ও খোরশেদ আলম, অর্থ সম্পাদক আবুল বাশার বাকী, নির্বাহী সদস্য মাসুদ করিম (মাসুম), আরিফুল ইসলাম, মাহবুব, হালিম এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, কুমিল্লা সিটি ফাউন্ডেশন সর্বদাই সমাজের বঞ্চিত, অবহেলিত এবং হতদরিদ্র মানুষের সুখে দুখে কাজ করে যাচ্ছি। তাই আমাদের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করি।
Leave a Reply