জেলা প্রতিনিধি, কুমিল্লা
কুমিল্লা বোর্ডের আওতাধীন কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরে এ বছর মোট ১ হাজার ৭৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। গত বছর ১৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছিল
কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার এবারের ফলাফলে পাসের হার ও জিপিএ ৫ এর পরিমান বিগত ৫ বছরে সর্বোচ্চ অবস্থানে রয়েছে ।
এ বছর পাসের হার ৯৬.২৭ শতাংশ। গতবছর বোর্ডে পাশের হার ছিল ৮৫.২২শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন। এর মধ্যে ৯ হাজার ১৮১ জন মেয়ে, ছেলে ৫ হাজার ৪৪৫ জন। গত বছর জিপিএ ৫ ছিল ১০ হাজার ২৪৫ জন।
বৃহস্পতিবার ( ৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, এ বছর ২ লাখ ১৯ হাজার ৭০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ লাখ ১১ হাজার ৫০৩ জন। বোর্ডের আওতাধীন কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরে এ বছর মোট ১ হাজার ৭৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। গত বছর ১৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছিল। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৮.৮৯, মানবিক বিভাগে ৯৬.১৬, ব্যবসায় শিক্ষা বিভাগে ৯৪.৫৯ শতাংশ। পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তিতে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।
Leave a Reply