নিজস্ব প্রতিবেদক:
হুমায়ূন চর্চা কেন্দ্র কুমিল্লার আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা ও চারু শিক্ষক সম্মাননা- ২০২১ অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুল প্রাঙ্গনে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে তিনটি বিভাগে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেড়শতাধিক প্রতিযোগী অংশগ্রহন করে। প্রতিবিভাগে ১ম, ২য়, ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে ক্রেস্ট. সনদ ও পুরষ্কার তোলে দেন অতিথীরা।
একই সাথে কুমিল্লার চারু ও কারুকলা শিল্পের প্রসারে বিশেষ অবদানের জন্য চারু শিক্ষক সম্মাননা- ২০২১ এ ভূষিত হন কুমিল্লার চার গুণী চিত্রশিল্পী। তাঁরা হলেন কুমিল্লা সিটি কর্পোরেশন অঙ্কনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ শাহীন, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক কাবেরী শীল, কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক ভাষ্কর সামিউল আলম জাহেদ, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. জিলানী আলম। সম্মাননাপ্রাপ্ত চারু শিক্ষকদের উত্তরীয় পড়িয়ে দেন ও সম্মাননা ক্রেস্ট হাতে তোলে দেন অতিথিবৃন্দ।
প্রতিযোগিতায় ‘ক বিভাগে’ প্রথম হয়েছে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আংকিতা দে। দ্বিতীয় স্থান অর্জন করেছে ওয়াই ডাব্লিউ সি এ স্কুলের কেজি শ্রেণির শিক্ষার্থী তাসনিম ইবমাত। তৃতীয় হয়েছে ওয়াই ডাব্লিউ সি এ স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফরা-ই-নুরীম পানশী।
‘খ বিভাগে’ ১ম হয়েছে কুমিল্লা জিলা স্কুলের ৭ম শ্রেণির ছাত্র মো: রওনাবা সাইফ। দ্বিতীয় হয়েছে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী শায়লা বিনতে বাশার। ৩য় হয়েছে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ফারজিন বিনতে ফারুক।
‘গ বিভাগে’ ১ম হয়েছে কুমিল্লা জিলা স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী দুর্জয় ঘোষ। ২য় হয়েছে কুমিল্লা মডার্ন হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মাইনুল ইসলাম ও তৃতীয় হয়েছে কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মানজুরুল আলম পাটওয়ারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হার্ট কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্রঘোষ। মূখ্য আলেচক ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কাজী মো. মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সিনিয়র কার্টুনিস্ট কাওছার মাহমুদ। দৈনিক সারা বাংলার আর্ট এডিটর আবু হাসান ও কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. ফরহাদ হোসেন ভুইয়া।
সভাপতিত্ব করেন হুমায়ূন চর্চা কেন্দ্র কুমিল্লার সভাপতি ইকরামুল হাসান ইথার। সঞ্চালনা করেন হুমায়ূন চর্চা কেন্দ্র কুমিল্লার সাধারণ সম্পাদক খাইরুল বাশার বাঁধন। চিত্রাংকন প্রতিযোগিতা ও চারু শিক্ষক সম্মাননা -২০২১ এর আহবায়কের দায়িত্ব পালন করেছেন মুহাম্মদ ইয়াছিন নূর। সার্বিক সহযোগীতায় ছিলেন কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের শিক্ষক- হালিমা পলি, জান্নাতুল ফেরদাউস মিলি, সাইদুল ইসলাম, রবিউল হাসান রাফি, নুরুল করিম মাসুম, মো. রাসেল মিয়া প্রমুখ।
Leave a Reply