নিজস্ব প্রতিবেদক:
ভারতের সীমান্ত এলাকায় বাংলাদেশী যুবকের মরদেহ গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) । রোববার ( ১১ জুলাই) কুমিল্লা চৌদ্দগ্রাম পৌরসভা বীরচন্দ্রনগর এলাকার সীমান্ত পিলার থেকে পূর্বে ৪০ গজ ভেতরে ভারত সীমান্তে এ ঘটনা ঘটে । নিহত ব্যক্তির নাম মো: বেলাল হোসেন (৪০) । সে ঘোলপাশা ইউনিয়নের সিরাজুল ইসলামের ছেলে । ধারণা করা হচ্ছে শনিবার রাতে সে আত্মহত্যা করেছে । এই নিয়ে পরিবারের কোন অভিযোগ নেই ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ( ১১ জুলাই) সকালে ভারতীয় সীমান্তে যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীদের খবর দেয়া হয়। এলাকাবাসীর মাধ্যমে জানতে পারে নিহত বেলাল বাংলাদেশী যুবক । বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে দীর্ঘ সময় ধরে পতাকা বৈঠক হলেও লাশ গ্রহণ করতে রাজি হয়নি বিজিবি ।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার উপ পরিদর্শক ( এস আই) উগ্যজাই মারমা জানান, মরদেহের খবর পেয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশরা ঘটনাস্থলে যায় । প্রথমে বিএসএফ মরদেহটি বিজিবিকে নিয়ে যাওয়ার অনুরোধ করে । কিন্তু আইনী প্রক্রিয়া ছাড়া লাশ গ্রহনে আপত্তি জানান বিজিবি। পরবর্তীতে পতাকা বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ভারতীয় পুলিশ ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তরের সিদ্ধান্ত হয় । নিহত বেলাল হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানাতে কয়েকটি মামলা রয়েছে। গত সপ্তাহে মাদক মামলায় কারাগার থেকে বের হয় । আইনী প্রক্রিয়া শেষ হলে বাংলাদেশ পুলিশ লাশ গ্রহন করবে।
ঘোলপাশা ইউনিয়নের চেয়ারম্যান মো: কাজী জাফর আহম্মেদ জানান, লাশ উদ্ধারে বিষয়টি শুনেছি। বিস্তারিত তেমন কিছু জানি না।
উল্লেখ্য গত ৭ জুলাই বাংলাদেশের সীমান্তের চৌদ্দগ্রাম এলাকায় সনাতন ধর্মাবলম্বী ভারতীয় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছিল বিজিবি । তখন মরদেহ বাংলাদেশে এলাকায় থাকায় গ্রহন করেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) । পতাকা বৈঠকের সিদ্ধান্তে বেওয়ারিশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় আনা হয়।
Leave a Reply