সিটি প্রতিনিধি, কুমিল্লা
সারাদেশের মতো কুমিল্লায়ও বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা।প্রতিদিনই রেকর্ড ভাঙছে কুমিল্লা করোনা পরিস্থিতি ।
ইতোমধ্যে জেলায় করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৪৮.৮ শতাংশে। নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৭১৭ জনের নমুনা পরীক্ষায় ৩৫০ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪৮.৮ শতাংশ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১০৮ জন।
শনিবার (১০ জুলাই) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (৯ জুলাই) কুমিল্লায় শনাক্তের হার ছিল ৪১.৫ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ নিয়ে সিটিতে ৩ জন, সদর দক্ষিণে ১জন, চান্দিনায় ১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন নারী, ৩ জন পুরুষ। সর্বমোট মৃত্যু হয়েছে ৫২৫ জনের।
নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১৮৪ জন, আদর্শ সদর ৯ জন, সদর দক্ষিণে ১১ জন, বুড়িচংয়ের ৭ জন, ব্রাহ্মণপাড়ার ১৩ জন, চান্দিনার ১৪ জন, চৌদ্দগ্রামের ৩৬ জন, দেবিদ্বারের ১০ জন, লাকসামের ১১ জন, লালমাইয়ের ৩ জন, বরুড়ায় ৭ জন, মনোহরগঞ্জ ১৩ জন, মুরাদনগরের ২৪ জন, মেঘনা ৮ জন রয়েছেন।
।
Leave a Reply