সদর প্রতিনিধি, কুমিল্লা
কুমিল্লায় গোমতী নদী থেকে ফুটবল আনতে গিয়ে নিখোঁজ জিহাদ হোসেনের (১৪) মরদেহ তিনদিন পর ভেসে উঠেছে । শুক্রবার ( ৯ জুলাই) ভোরে ছত্রখিল পুলিশ ফাঁড়ি এলাকার গোমতী নদীতে তার লাশ দেখতে পায় স্থানীয় রিক্সা চালক । পরে খবর দিলে ঘটনাস্থলে এসে জিহাদের মরদেহ নিশ্চিত করে পরিবার । বুধবার (৭ জুলাই) দুপুরে নদীতে নেমে নিখোঁজ হয় জিহাদ । বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মো: আব্দুল মজিদ ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টায় শুভপুরে প্রস্তাবিত কুমিল্লা শেখ কামাল ক্রীড়া পল্লীতে ফুটবল খেলার সময় বল নদীতে পড়ে যায়। তারপর জিহাদ ও তার বন্ধুরা বল আনতে নদীতে নামে। কিন্তু জিহাদ গোমতীর স্রোতে তলিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। বিকেল ৪ টায় চাঁদপুর থেকে ডুবুরি দল এসে ২৪ ঘণ্টা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। ৮ জুলাই ( বৃহস্পতিবার ) দুপুর ২ টায় ডুবুরী দল হতাশ হয়ে ফিরে যায় । পরবর্তীতে কুমিল্লা ফায়ার সার্ভিস এর লিডার মো. বদিউজ্জামানসহ একটি টিম ট্রলার দিয়ে জিহাদের খোঁজ করতে থাকে ।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মো: আব্দুল মজিদ বলেন, নদীতে প্রচুর স্রোত থাকায় ডুবে যাওয়া স্থান থেকে দূলে চলে গেছে । প্রথম দিনে ডুবুরীদল বিষয়টি উপলব্ধি করেছে। তবে পরিবারের অনুরোধে দুইদিন ডুবুরী দল তলিয়ে যাওয়া স্থানে খোঁজার চেষ্টা করেও পাইনি। আজ ভোরে পরিবার জানিয়েছে এক রিক্সা চালক জিহাদের মরদেহ ভাসতে দেখেছে । পরে জিহাদের স্বজন মরদেহ দেখে আমাদের নিশ্চিত করেছে।
Leave a Reply