সিটি প্রতিনিধি, কুমিল্লা
কুমিল্লায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় প্রাণ গেল আরও ৫ জনের। এই দিনে ১৮৭ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে।এই নিয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৪৮২ জনের। আক্রান্ত সংখ্যা বেড়ে ১৪ হাজার ৪ শ ৯২ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (০১ জুলাই ) বিকেল ৬ টায় কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য জানান।
জানা গেছে, নতুন করে কুমিল্লা সিটি করপোরেশনের ৯৬ জন, আদর্শ সদর উপজেলার ৭ জন, সদর দক্ষিণের ১ জন, বুড়িচংয়ের ৭ জন, ব্রাহ্মণপাড়ার ২ জন, চান্দিনার ৯ জন, চৌদ্দগ্রামের ৭ জন, দেবিদ্বারের ৬ জন, দাউদকান্দির ৩ জন, লাকসামের ৫ জন, লালমাইয়ের ৪ জন, বরুড়ার ৯ জন, মনোহরগঞ্জের ১ জন, মুরাদনগরের ৭ জন ও তিতাসের ১১ জন ও হোমনার ১১, মেঘনায় ১ জন রয়েছেন।
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৫৮৩ জনের নমুনা পরীক্ষা করে ১৮৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২.১% শতাংশ।
২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে চৌদ্দগ্রামের ১জন, সিটি জন ১, সদর দক্ষিণে ১ জন, বরুড়া ১ জন, নাঙ্গলকোট ১জন।
এদিকে কুমিল্লা জুড়ে কঠোর লকডাউন চলছে।সেনাবাহিনী ও বিজিবির ১৩ টি টিম মাঠে কাজ করছে।কুমিল্লা জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, বিজিবিকে টহল দিতে দেখা গেছে।
কুমিল্লা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির প্রধান উপদেষ্টা কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন,
প্রতিটি মানুষের জীবন বাচাঁতে লকডাউন দেওয়া হয়েছে, করোনাভাইরাসের সংক্রামন রোধে সকলকে নির্দেশনা মতো স্বাস্থ্যবিধি মানতে হবে। কুমিল্লা থেকে কোন গণপরিবহন চলাচল করতে পারবে না। জরুরী ও গুরুত্বপূর্ণ কাজে বের হওয়া মানুষজন প্যাডেল চালিত রিক্সা ব্যবহার করতে পারবেন।
Leave a Reply