প্রতিনিধি, কুমিল্লা
কুমিল্লা জেলায় ২৪ ঘন্টায় ৫২৮ জনের নমুনা পরীক্ষা করে ১৭৫ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। শনাক্তের হার ৩৩ শতাংশ ১। বিদেশগামী আক্রান্ত দুইজনসহ আক্রান্ত সংখ্যা ১৭৭ জনে দাঁড়িয়েছে।
এই দিনে করোনা আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়ছে। যাদের বয়স ৬৫ থেকে ৭৫ এর মধ্যে। কুমিল্লা সিটিতে আক্রান্ত সংখ্যা আশঙ্কজনক ভাবে ভাড়ছে।
২৮ জুন ( সোমবার) বিকাল সাড়ে ৫ টায় কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন ঢাকা পোস্টকে এ তথ্য জানান।
নতুন করে সিটিতে ১০৩ জন, আদর্শ সদর ৯ জন, সদর দক্ষিণে ৩ জন, বুড়িচংয়ে ৪ জন, ব্রাহ্মণপাড়ায় ৫ জন,চান্দিনায় ৬ জন, চৌদ্দগ্রামে ৫ জন, দেবিদ্বারে ১১ জন, দাউদকান্দিকে ৫ জন, লাকসামে ৩ জন, লালমাইয়ে ১ জন, নাঙ্গলকোটে ১ জন, বরুড়ায় ১০ জন, মনোহরগঞ্জে ২ জন, মুরাদনগরে ১ জন, তিতাসে ২ জন, হোমনা ৪ জন।
মৃতদের মধ্যে আদর্শ সদরে ৭৬ বয়সের পুরুষ, চৌদ্দগ্রামে ৬৫ বছরের নারী, বরুড়ার ৭০ বছরের পুরুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। এই নিয়ে কুমিল্লায় সর্বমোট মৃত্যু হয়েছে ৪শ ৭৩ জনের। সর্বমোট আক্রান্ত হয়েছে ১৪ হাজার ২৫ জন।
এদিকে কুমিল্লায় ঢিলে ঢালা ভাবে চলছে লকডাউন। শপিং মল – মার্কেট বন্ধ থাকলেও নির্দেশনা অমান্য করে চলছে সিএনজি চালিত অটোরিকশা আর ইজিবাইক।
Leave a Reply