মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লার বরুড়া উপজেলার বিশিষ্ঠ সাংবাদিক মমতাজ উদ্দিন এর চির বিদায় পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন। গত ২৭ জুন সকালে বরুড়া উপজেলার শিলমুড়ী উত্তর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের প্রবীণ বিশিষ্ট সাংবাদিক মমতাজ উদ্দিন ওনার নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মরহুমের জানাযার নামাজ বিকেল ৫.৩০ মিনিটে সুলতানপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।মরহুমের জানাযার নামাজে আত্মীয়, এলাকাবাসী, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ঐদিন
জানাজার নামাজ শেষে বরুড়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্প স্তবক অর্পণের মধ্য দিয়ে ধরে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সলিল রঞ্জন বিশ্বাস, সাবেক সভাপতি প্রভাষক মাসুদ মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, সহ সভাপতি বিল্লাল হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন খোকন, নির্বাহী সদস্য সাংবাদিক রোটাঃ ওমর ফারুক, সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন প্রমুখ। জানাজার নামাজের পূর্বে মরহুমের ছোট ভাই দৈনিক বর্তমান পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক হালিম মাহমুদ বলেন তার বড় ভাই সাংবাদিক মমতাজ উদ্দিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা ক্রাইম রিপোর্টার্স ইউনিটি ও জাতীয় প্রেসক্লাবের সদস্য ছিলেন। তিনি একাধারে দীর্ঘ ৩০ বছর বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করেন। সর্বশেষ ২০২০ সালের প্রথমদিকে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় স্বাস্থ্যগত কারণে গ্রামের বাড়ীতে চলে আসেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর তিনি দুই ছেলে দুই মেয়ে, স্ত্রী সহ বহু গুণগ্রাহী রেখে যান।
Leave a Reply