নিজস্ব প্রতিবেদক:
সফলতার দুই বছর পূর্তিতে রোববার (২০ জুন) ইন্ডিয়ান- চাইনিজ খাবার নিয়ে প্রত্যয় রেস্টুরেন্টের ৪র্থ শাখার যাত্রা শুরু হয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে নান্দনিক ও সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে এই শাখাটি চালু করা হয়।
প্রত্যয় হোটেল এন্ড রেস্টুরেন্টের জিএম পিয়াস খন্দকার জানান, গত দুই বছর আগে মান সম্মত খাবার পরিবেশনের অঙ্গিকার নিয়ে কুমিল্লায় প্রত্যয় হোটেল এন্ড রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়।
কুমিল্লার সম্মানিত নাগরিকদের সাথে আমরা মানসম্মত খাবার পরিবেশনের অঙ্গিকার করেছিলাম। সেই অঙ্গিকার রক্ষা করতে পেরেছি বলেই নাগরিকদের ব্যাপক চাহিদার পরিপ্রেক্ষিতে আজ প্রত্যয়ের ৪র্থ শাখার যাত্রা শুরু করতে পেরেছি বলে আমরা বিশ্বাস করি।
আমাদের খাবারের মান নিয়ে নাগরিকদের সকল পরামর্শ অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহন করে চাহিদা মোতাবেক পরিবেশনের চেষ্টা করি।
প্রত্যয়ের শাখা সমূহ:
১ম শাখা বাদুরতলা কান্দিরপাড়
২য় শাখা মেডিকেল কলেজ হাসপাতাল রোড,
৩য় শাখা কোতয়ালী থানা সংলগ্ন গাংচর,
৪র্থ শাখা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে (ইন্ডিয়ান- চাইনিজ)।
যে কোন প্রয়োজনে 01812-302474, 01817-949614
পেইজ লিংক : https://www.facebook.com/prottoyrestaurant/
Leave a Reply