(আদর্শ সদর প্রতিনিধি, কুমিল্লা)
কুমিল্লায় বিশেষ অভিযানে সাড়ে ১৪ হাজার ৫ শ ৬৫ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) । যার মধ্যেই দুই জনের পেটের ভেতর মিলেছে ৮ হাজার ৬৫ পিস ইয়াবা । বুধবার (২ জুন) সন্ধ্যায় আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব
আটকৃত হলেন, কক্সবাজার জেলার পেকুয়া থানার বাম্বুলাপাড়া গ্রামের আলী আহমেদের ছেলে মো. আবুল কাশেম (৩০), মাদারীপুরের সদর উপজেলার কুমড়াখালী গ্রামের দেলোয়ার শেখের ছেলে মো. রনি শেখ (২১), কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার হায়দারপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মফিজ আলম (৩২) ও বান্দরবানের লামা থানার ইআনছা গ্রামের আবু ফয়েজের ছেলে মো. মুজিবুল্লাহ (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, আমতলী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা চারজনকে আটক করেছি। তার মধ্যে আটককৃত মফিজের পেটের ভেতর থেকে ৫ হাজার পিস, মুজিবুল্লাহর পেট থেকে ৩ হাজার ৬৫ পিস বের করা হয়
প্রাথমিক অনুসন্ধান জানা গেছে তারা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে । মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply