কুমিল্লা প্রতিনিধি।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঈদ সামগ্রী, অক্সিজেন, স্বাস্থ্য সুরক্ষা ও কৃষকদের মাঝে দুইটি কম্বাইন হার্ভেষ্টার মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (৮ মে) পাঁচপুকুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় দুস্থ-অসহায় পরিবার ও এতিম শিশুদের মাঝে এ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোছলেহ উদ্দিন মোছলেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোরের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা সহ আরো অনেকে।
Leave a Reply