নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লায় বিগত সাড়ে তিনমাসে ২ টন মাদকদ্রব্যসহ এক হাজার ১২ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য পাঁচ কোটি ৩৪ লাখ ১৫ হাজার ৯০০ টাকা।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।মাদক নির্মূলে জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় এ সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২ জানুয়ারি থেকে ২১ এপ্রিল পর্যন্ত দুই হাজার ১০ কেজি গাঁজা, ৫৯ হাজার ৯৬৮ পিস ইয়াবা, সাত হাজার ৫৯২ বোতল ফেনসিডিল, ৩৬৬ লিটার দেশি মদসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল আহসান, আফজাল হোসেন, শাহরিয়ার মিয়াজী,সোহান সরকার, নাজমুল হাসান, জেলা ডিআইও -১ মো: মাঈন উদ্দিন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ারুল আজিম, কোতয়ালী থানার ওসি মো.আনোয়ারুল হক প্রমুখ।
Leave a Reply