নিজস্ব প্রতিবেদক:
হাসপাতাল ভর্তি অসুস্থ মা থেকে টিপ সই নিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে প্রভাষক আরিফুর রহমান মঞ্জুর বিরুদ্ধে। এছাড়াও মানসিক প্রতিবন্ধী বড় ভাই থেকে ভয় দেখিয়ে সম্পদ আত্মসাতের অভিযোগ রয়েছে।
মঙ্গলবার কুমিল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবী করেন মঞ্জুর বড় ভাই মোসাদ্দেক হোসেন ছোটন।লিখিত বক্তব্যে ছোটন বলেন, আমার ৬ ভাই ও ৫ বোন। আমরা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন মিয়া বাজার বেলঘর গ্রামের বাসিন্দা। আমাদের বড় ভাই এমদাদ হোসেন মানসিক রোগী। বিগত কয়েক বছর আগে আরিফুর রহমান মঞ্জু তাহার সম্পত্তি আত্মসাৎ করেছেন। এছাড়াও আমার অন্যান্য বোনদের সহযোগিতায় মঞ্জু আমার অসুস্থ ভাই এমদাদের নিকট থেকে বিভিন্ন কাগজপত্রে সই নিয়ে যান। তিনি আরও বলেন, আমার মা অসুস্থ হওয়ায় তাহাকে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আরিফুর রহমান ও রাশিদা আক্তার হাসপাতালের বিভিন্ন কাগজ পত্রে স্বাক্ষরের নামে আমার মায়ের নিকট থেকে টিপ সহি নিয়া আমার মায়ের নামে মিয়া বাজারে ছ’ মিলের মালিকানা আরিফুর রহমান আমার মায়ের সম্পত্তি নিজের বলে দাবী করে। সে আমাদের সম্পত্তি আত্মসাৎ করেছে তার ১১টা দলিলের প্রমাণসহ সকল তথ্য আমাদের কাছে রয়েছে। আমাদেরকে পৈত্রিক বাড়িতে প্রবেশ করতে দেন না। একাই পুরো বাড়ি দখল করে রেখেছেন। জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের সহযোগিতা চাই, আমরা আমাদের আবার সম্পত্তি ফেরত পেতে চাই।
অভিযুক্ত আরিফুর রহমান মঞ্জু বলেন, কেউ যদি আমার বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগ করে । আমি আইনী ভাবে সেটার জবাব দিব।
Leave a Reply