স্টাফ রিপোর্টারঃ আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ১ মার্চ থেকে কুমিল্লা জিলা স্কুল মাঠে টুর্নামেন্টটি শুরু হবে।
কুমিল্লা ক্রিকেট কমিটি সূত্রে জানা যায়, খেলায় যে সব দল অংশগ্রহণ করবে তাদেরকে আগে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করা যাবে কুমিল্লা স্টেডিয়াম, কুমিল্লা খেলাঘর, জিলা স্কুলের গেটের সামনে জিপসী, ক্যান্টনমেন্ট মৌচাক-খেলাঘর, চাঁনপুর ব্রীজ সংলগ্ন তাহমিনা ট্রের্ডাস এ। রেজিষ্ট্রেশন চলবে ১৮ থেকে ২৪ ফেব্রæয়ারী পর্যন্ত।
টুর্নামেন্ট কমিটির সূত্রে জানা যায়, বিজয়ী দলের জন্য থাকবে “আর ওয়ান ফাইভ ভি-থ্রি” ও রানারআপ দলের জন্য “সুজুকি জিক্সার” মোটরবাইক। ১০ ওভারের খেলাটি টেপ টেনিস বলে অনুষ্ঠিত হবে।
কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি বলেন, তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনার লক্ষ্যে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। দেশ বিদেশে অবস্থানরত সবার জন্য প্রতিটি খেলা লাইভ সম্প্রচারের ব্যবস্থা করা হবে। আশা করছি কুমিল্লাবাসীর কাছে একটি চমৎকার ক্রিকেট টুর্নামেন্ট উপহার দিতে পারবো।
Leave a Reply