নিজস্ব প্রতিবেদক। ।
বইছে মাঘের কনকনে শীত,পাশাপাশি ঘন কুয়াশা। এসময়ে অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। কুমিল্লা আদর্শ সদর উপজেলার উত্তর দূর্গাপুর ইউনিয়নের এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ইউনিয়ন পরিষদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্রের পাশাপাশি ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর নিজস্ব অর্থায়নে এলাকার শীতার্ত অসহায় মানুষের হাতে তুলে দিচ্ছেন শীতবস্ত্র কম্বল।
শনিবার বিকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এসময় মহিলা ভাইস-চেয়ারম্যান হোসনেয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাভেল সহ দলীয় নেতৃবৃন্দ,ইউপি মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন ইউপি সচিব সিফাত উল্লাহ।
উল্লেখ্য, বৈশি^ক মহামারী করোনা সংকটের সূচনালগ্ন থেকে দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের উদ্যেগে করোনা ভাইরাস (কোভিড ১৯) প্রতিরোধে এলাকার হতদরিদ্রদের মাঝে মাস্ক,হাত ধোয়ার সাবান,বিøচিং পাউডার, গøার্ভস বিতরণ করা হয়। এছাড়া কর্মহীন ও অসহায়দের ব্যাপকহারে খাদ্য সহায়তা প্রদান করেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
Leave a Reply