স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা ময়নামতির শাহদৌলতপুর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ জামাল মিয়ার পরিবারকে কুমিল্লা সিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে বুধবার বিকেলে ২০ হাজার টাকা নগদ আর্থিক সাহায্য প্রদান করেন। এসময় ফাউন্ডেশনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানা যায় জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শাহদৌলতপুর গ্রামের সেকান্দর আলীর ছেলে কুমিল্লা ময়নামতি ক্যান্টবোর্ড এর নৈশ প্রহরী জামাল মিয়ার ঘরে গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১১ টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে প্রথমে স্থানীয়রা ও পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ঘরে থাকা নগদ অর্থ,স্বর্নালংকার,মুল্যবান মালামালসহ পুরো ঘরটিই পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ ঘরের মালিক জামাল মিয়া জানান, তিনি তার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য সুদে ১ লাখ টাকা এনে রেখেছিলেন। আগুনে সেই টাকাও পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে অগ্নিকান্ডে নিঃস্ব জামাল মিয়া যখন খোলা আকাশের নিচে পরিবার নিয়ে অসহায় তখন কুমিল্লা সিটি ফাউন্ডেশন নামের একটি সংগঠন তার সাহায্যে এগিয়ে আসে। বুধবার বিকেলে সংগঠনের সভাপতি জামাল খন্দকারের নেতৃত্বে সাধারন সম্পাদক আলমগীর হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার হোসেন,নির্বাহী সদস্য হাসানুল কবির সোহেল,গোলাম আজম ইকবাল শাহদৌলতপুর এসে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ জামাল মিয়ার হাতে নগদ ২০ হাজার টাকার অর্থ সাহায্য তুলে দেন। এসময় স্থানীয় রফিকুল ইসলাম কন্ট্রাক্টর,মাওলানা ছিদ্দিকুর রহমান, আবু তাহের মেম্বার ,আব্দুল মালেক,হাজী মোস্তফাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply