নিজস্ব প্রতিবেদক:
গানের মঞ্চে যাদের সব সময় দেখা যায়, এবার তারাই ব্যাট বল হাতে মাঠে নেমে ক্রিকেট উৎসবে মেতেছে। সিএফসি’র ( ‘দ্যা কালচারাল ফাউন্ডেশন অব কুমিল্লা’)। এই আয়োজনে কুমিল্লার অর্ধশতাধিক শিল্পী ও মিউজিশিয়ানরা চারটি টিমে সিএফসি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহন করে। টিম গুলো হলো: বীথি ব্রেভারী, সাথী চ্যালেঞ্জার্স, শান্তা ওয়ারিয়র্স, নাইটস্ অব মিম
বৃহস্পতিবার দিনব্যাপী রাণীর দীঘির পাড় ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনালে ম্যাচে মুখোমুখি হয় সাথী চ্যালেঞ্জার্স বনাম নাইটস্ অব মিম। টান টান উত্তেজনায় সাথী চ্যালেঞ্জার্স টিম চ্যম্পিয়ন হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু সহ অন্যান্যরা ।
সাধারণ সম্পাদক কিশোর কান্তি দে বলেন, করোনা পরিস্থিতির কারণে অনেক শিল্পী ও মিউজিশিয়ানরা মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে। তাদের উৎসাহ দেয়ার জন্য ছোট পরিসরে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
সভাপতি দেবব্রত দাস সেন্টু (ডি.সেন্টু) বলেন,‘দ্যা কালচারাল ফাউন্ডেশন অব কুমিল্লা’ (সিএফসি) শিল্পীদের স্বার্থ সংরক্ষণ, দুঃখ দুর্দশায় সব সময় পাশে থাকে। শিল্পীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে প্রনোদনা দেয়ার জন্যই এই আয়োজন। আগামীতে কণ্ঠশিল্পী ও মিউজিশিয়ানদের প্রশিক্ষণসহ এমন ব্যতিক্রমী আয়োজন অব্যাহত থাকবে।
Leave a Reply