অনলাইন ডেস্ক:
করোনার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর আয়োজন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তবে, বিপিএলের আদলেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাঁচ দলকে নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টের পর্দা উঠছে মঙ্গলবার (২৪ নভেম্বর)।
প্রথম ম্যাচে মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে জেমকন খুলনা ও ফরচুন বরিশাল। প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। আর দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
এর আগে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপকে সামনে রেখে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। প্রায় তিন ঘণ্টার প্লেয়ার্স ড্রাফট শেষে নিজেদের দল গুছিয়ে নেয় টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো। ড্রাফটে থাকা ১৫৭ জন ক্রিকেটারের মধ্যে ৮০ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তারা।
এক নজরে দেখে নিন কে কোন দলে খেলবেন-
বেক্সিমকো ঢাকা:
মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম, নাঈম হাসান, শাহাদাত হোসেন, আকবর আলী, ইয়াসির আলী, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার, পিনাক ঘোষ ও রবিউল ইসলাম।
গাজী গ্রুপ চট্টগ্রাম:
মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলী, মুমিনুল হক, রকিবুল হাসান, সানজিত সাহা, মাহমুদুল হাসান ও মেহেদী হাসান।
জেমকন খুলনা:
সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন, এনামুল হক, শামীম পাটোয়ারী, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভগত হোম, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম, সালমান হোসেন, জহিরুল ইসলাম।
মিনিস্টার গ্রুপ রাজশাহী:
সাইফউদ্দিন, মেহেদি হাসান, নাজমুল হোসেন, নুরুল হাসান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে মাহমুদ, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকের আলী, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম ও সানজামুল ইসলাম।
ফরচুন বরিশাল:
তামিম ইকবাল, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ চৌধুরী, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম, মাহিদুল অঙ্কন, পারভেজ হোসেন, কামরুল ইসলাম, আবু সায়েম ও সোহরাওয়ার্দী শুভ।
Leave a Reply