মোঃ শরীফ উদ্দিন.বরুড়াঃ
কুমিল্লার বরুড়ায় অস্ত্র মামলার দশ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোস্তফা কামাল গ্রেফতার। গত ১৫ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানা অফিসার ইনচার্জ সত্যজিৎ বড়ুয়ার নির্দেশে বরুড়া থানার এস আই মেহেদী হাসান ও সঙ্গীয় ফোর্স ১৯৯৫ সালের কুমিল্লা কোতোয়ালি থানার, অস্ত্র আইনের চোরাইমাল সংরক্ষণ অপরাদ মামলায় ১০বছরের সাজা প্রাপ্ত আসামি মোস্তফা কামালকে গ্রেফতার করা হয়েছে। থানা সুত্রে জানা যায় উপজেলার পয়ালগাছা গ্রামের অাবদুল গফুর এর ছেলে মোঃ মোস্তফা কামাল (৫০) দুটি মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন, কোতয়ালী থানার মামলা নম্বর ৫০
যা ১৯৯৫ সালের ২২ জুন এর চোরাই মামলা সংরক্ষণের দায়ে
জিঅার নং ২৯০ অস্ত্র অাইনে ১৯এ (F) দ্বারায় ১০ বছরের সাজা প্রাপ্ত ফেরারী অাসামী। জিঅার ১৭৯৮ দ্বারা ৪১১ দন্ড বিধি ৬ মাসের সাজা প্রাপ্ত অাসামী ছিলেন
গত রবিবার উপজেলার অাদ্রা ইউনিয়নের সোনাইমুড়ী বাজারের দক্ষিণ পাশে সড়কের উপর থেকে সন্ধা প্রায় ৭টায় গ্রেফতার করা হয়। এ বিষয়ে বরুড়া থানা পুলিশের এস অাই মেহেদী হাসান বলেন সংগীয় ফোর্স সহ অাসামীকে হাতে নাতে অাটক করতে সক্ষম হয়েছি। পরে অাসামীকে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply