মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লার বরুড়ায় দু’একটি বিচ্ছিন ঘটনার মধ্য দিয়ে অাদ্রা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত নৌকা মনোনীত প্রার্থী অাবদুল করিমের বিপুল ভোটে জয় লাভ। গত ২০ অক্টোবর বরুড়া উপজেলার ১৩ নং অাদ্রা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়, এদিন সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। সরেজমিনে পরিদর্শন করে জানা যায় সকালে ভোট কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি সব চেয়ে বেশি লক্ষ্য করা য়ায়। এতে বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটারের উপস্থিতিও কম ছিল না। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় দু’একটি কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারের উভয়ের মধ্যে উপস্থিতি কিছুটা কম ছিল। অাদ্রা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি ওয়ার্ডে উৎসব মুখর পরিবেশ বিরাজমান ছিল। এতে ভোটারদের কেন্দ্রে পৌঁছাতে স্থানীয়ভাবে অাওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ অন্যান্য প্রার্থীর সমর্থকরা নিরলস পরিশ্রম করে। ঐ ইউনিয়নে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ৯টি বুথ সংখ্যা ৫৯টি, এতে মোট ভোটার ২০৬১৩ জন, ৯টি কেন্দ্রের দায়িত্বে ৯জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, সহ প্রিজাইডিং অফিসার০৯ জন, সহকারী প্রজাইডিং ৫৯জন, পুলিং এজেন্ট ১১৮ জন, প্রতিকেন্দ্রে পুলিশ ০৯ জন, আনসার ১৪ জন করে নির্বাচনী দায়িত্ব পালন করেন।
এছাড়া ও র্যাব, পুলিশ, বিজিবি সহ বিপুল সংখ্যক অাইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। এদিকে ভোট শুরুর ঘন্টা খানেক আগে দুটি কেন্দ্রের বাহিরে দুই প্রতীকের প্রার্থীদের সমর্থকদের মধ্যে হাতাহাতির অভিযোগ পাওয়া যায়, এতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (আনারস প্রতীক) মাহফুজুর রহমান সেলিমের ১০ কর্মী আহত এবং গাড়ী ভাংচুর হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এদিকে নানা অনিয়মের অভিযোগ এনে প্রায় বেলা ১২টায় বিএনপি মনোনীত প্রার্থী মাষ্টার পারভেজ হোসেনের নির্বাচন বর্জনের খবর পাওয়া যায়।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা অাজহারুল ইসলাম এর সুত্র মতে সন্ধ্যার পর উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ অানিসুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, উপজেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন লিংকন, নব নির্বাচিত নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী অাঃ করিম সহ অাওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে আঃ করিম নৌকা প্রতীকে -১১৬৩৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী প্রার্থী এ.কিউ.এম. মাহফুজুর রহমান সেলিম আনারস প্রতীকে – ৮৭৮ ভোট, এবং ধানের র্শীষ প্রতীকে মাষ্টার মোঃ পারভেজ – ৬৬৭ ভোট পেয়েছেন।
রিটার্নিং অফিসার আজহারুল ইসলাম বলেন, উপজেলার অাদ্রা ইউপির উপ-নির্বাচনে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। অামাদের সকল প্রস্তুতি ছিল, ব্যালট পেপার চিনতাই রোধে নির্বাচনের ২ঘন্টা পুর্বে অাইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় কেন্দ্রে প্রেরণ করা হয়। ফলাফল ঘোষণা শেষে নব নির্বাচিত চেয়ারম্যান অাবদুল করিম সবার উদ্দেশ্যে জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে জননেতা নাছিমুল অালম চৌধুরী নজরুল এমপি সাহেবের দিক নির্দেশনায় অাপনাদের সকলের সহযোগিতা ও পরামর্শ অনুযায়ী অামি অাদ্রা ইউনিয়নকে ঢেলে সাজাবো তাই তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply